টেটরাসল সলিউশন: স্ক্যাবিস ও চুলকানির যমদূত,এর ব্যাবহার,কাজ,নিয়ম সম্পর্কে জানুন।
টেটরাসল ব্যাবহারে পুরনো দাদ চুলকানি, একজিমা, থেকে জাদুকরি ভাবে মুক্তি পাওয়া যায়। চর্মরোগ বা ত্বকের সমস্যায় আমরা অনেকেই নাজেহাল হই, বিশেষ করে 'স্ক্যাবিস' বা খোস-পাঁচড়া জাতীয় সমস্যায়। এই ধরণের চর্মরোগের চিকিৎসায় চিকিৎসকদের অন্যতম আস্থার নাম হলো টেটরাসল। আজকে আমরা টেটরাসল সলিউশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যা আপনাদের এই ঔষধটি সঠিক নিয়মে ব্যবহার করতে সাহায্য করবে।
টেটরাসল সলিউশন কি এবং এটি কিসের ঔষধ?
যারা জানতে চান টেটরাসল কিসের ঔষধঃ
টেটরাসল এর কাজ কি?
টেটরাসল এর কাজ হলো ত্বকের ভেতরে লুকিয়ে থাকা পরজীবী বা জীবাণুকে পুরোপুরি নির্মূল করা। যখন কোনো ব্যক্তি স্ক্যাবিসে আক্রান্ত হন, তখন তার ত্বকের নিচে ক্ষুদ্র পরজীবি বাসা বাঁধে এবং ডিম পাড়ে, যার ফলে প্রচণ্ড চুলকানি হয়। টেটরাসল সলিউশন এর কাজ হলো পরজীবি গুলোকে মেরে ফেলা এবং চুলকানি থেকে দীর্ঘমেয়াদী মুক্তি দেওয়া।
টেটরাসল সলিউশন এর কাজ কি তা নিচে দেওয়া হলো:
১. স্ক্যাবিস বা পাঁচড়ার জীবাণু ধ্বংস করা।
২. শরীর থেকে পরজীবী সংক্রমণ দূর করা।
৩. একজিমা বা অন্যান্য চর্মরোগের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেকেন্ডারি ইনফেকশন রোধ করা।
৪. যাদের দীর্ঘদিন ধরে চুলকানি জনিত সমস্যা তাদের জন্য এটি জাদুকরি ঔষুধ হিসাবে কাজ করে।
৫. ছত্রাক ও ব্যাকটেরিয়া জনিত ত্বকের সমস্যা সারাতে কার্যকরী ঔষুধ
টেটরাসল সলিউশন ব্যবহারের নিয়মঃ
এই ঔষধটির কার্যকারিতা অনেকাংশে নির্ভর করে সঠিক প্রয়োগ বিধির ওপর। অনেকেই ভুল নিয়মে লাগানোর কারণে ভালো ফলাফল পায় না। শেষে বলে এটা কোনো কাজের ঔষুধ না
টেটরাসল সলিউশন ব্যবহারের নিয়ম এবং টেটরাসল কিভাবে লাগতে হয় তার নিয়ম দেওয়া হলো:
২. পানির ব্যাবহারঃ টেটরাসল সরাসরি বোতল থেকে নিয়ে গায়ে মাখানো যাবে না। এটি ১ ভাগ ঔষধের সাথে ২ ভাগ পানি মিশিয়ে পাতলা করে নিতে হবে।
৩. ব্যাবহার সমুহঃ মুখমণ্ডল এবং মাথার তালু বাদ দিয়ে গলার নিচ থেকে শুরু করে পুরো শরীরে এই মিশ্রিত টেটরাসল সলিউশন ব্যবহার করতে হবে। বিশেষ করে আঙুলের ফাঁকে, বগলে এবং কুঁচকিতে ভালো করে লাগাতে হবে।
৪. ব্যাবহারের পরে করনীয় : লাগানোর পর প্রায় ১০ মিনিট অপেক্ষা করতে হবে যাতে শরীর প্রাকৃতিকভাবে শুকিয়ে যায়। এরপর কাপড় পরিধান করুন।
৫.কতবার ব্যাবহার করতে হয়: টেটরাসল সলিউশন দিনে একবার নির্দিষ্ট একটা সময়ে ব্যাবহার করতে হয়।
৬. কতদিন ব্যাবহার করতে হবে : সাধারণত এই প্রক্রিয়াটি পরপর ৫ থেকে ৭দিন ব্যাবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়।
টেটরাসল সলিউশন বাচ্চাদের ব্যবহারের নিয়মঃ
বাচ্চাদের ব্যাবহারের ক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী ব্যাবহার করতে হবে।
ডক্টর যেভাবে নির্দেশনা দিয়ে থাকেঃ
বাচ্চাদের ত্বক বড়দের তুলনায় অনেক বেশি সংবেদনশীল হয়। তাই টেটরাসল সলিউশন বাচ্চাদের ব্যবহারের নিয়ম এর ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলে ডক্টর।
বাচ্চাদের ক্ষেত্রেও ঔষধটি পানির সাথে মিশিয়ে পাতলা করতে হবে ১ ভাগ ঔষুধের সাথে সম-পরিমান ৩ ভাগ পানি মেশাতে হবে।
সতর্ক থাকতে হবে যেন ঔষধটি কোনোভাবেই বাচ্চার মুখে বা চোখে না যায়
সতর্কতাঃ
টেটরাসল ঔষধ ব্যবহারের সময় কিছু বিষয় অবশ্যই মনে রাখবেন:
১ টেটরাসল সলিউশন ব্যাহবার কালিন পরিষ্কার পোশাক পরিধান করতে হবে
২.এটি ব্যাবহারের সময় কালিন সাবান ব্যাবহার থেকে বিরত থাকতে হবে
৩.ঔষধটি দাহ্য, তাই এটি মাখার সময় আগুনের কাছে যাবেন না। শরীরে কোথাও কেটে গেলে বা ক্ষত থাকলে সেখানে সরাসরি লাগাবেন না।
ঔষুধ টি শুধু বাহ্যিক ব্যাবহারের জন্য।
৪. ঘুমানোর স্থানের চাদর বালিশ কাথা নিয়মিত ধৌত করতে হবে
পার্শ্বপ্রতিক্রিয়াঃ
১.ত্বকে ফুসড়ি বা লালচে র্যশ হতে পারে।
২. মুখ জিহ্বা গলায় লালচে ভাব।
৩.কিছু ক্ষেত্রে আ্যালার্জি প্রতিক্রিয়া হতে পারে।
টেটরাসল সলিউশন দাম কত?
বাংলাদেশের বাজারে এটি বেশ সহজলভ্য। বর্তমানে টেটরাসল সলিউশন এর দাম বা টেটরাসল দাম কত তা নিচে দেওয়া হলো:
৩০মি.লি.বোতলের টেটরাসল এর দাম সাধারণত ১২৫ টাকা মুল্য দেওয়া থাকে।
ফার্মেসি ভেদে এই দামে সামান্য তারতম্য হতে পারে সাধারণত ফার্মেসিতে ১১৫ টাকা নিয়ে থাকে ঔষুধটির মুল্য
সাধারন প্রশ্ন ও উত্তর ( FAQs)
১.টেটরাসল সলিউশন কী আসলেই কাজ করে?
হ্যা বলতে পারেন চুলকানির যমদূত এটি, এর কার্যকারিতা খুব ভালো।
২. টেটরাসল সলিউশন কি গোপনাঙ্গে ব্যাবহার করা যাবে?
না! সরাসরি টেটরাসল সলিউশন গোপনাঙ্গে ব্যাবহার করা যাবে না।
৩.টেটরাসল কোন কম্পানির ঔষুধ?
টেটরাসল সলিউশন বাংলাদশের এসি আই লিমিটেট কম্পানির একটি ঔষুধ।
৪.টেটরাসল কোথায় পাওয়া যায়?
সাধারনত যেকোনো ফার্সেসিতেই পাওয়া যায়।
